1/33
Looks like no tags are added yet.
Name | Mastery | Learn | Test | Matching | Spaced |
|---|
No study sessions yet.
চাপের মাত্রীয় সংকেত কি
[ML–1T–2]
ঘাত কাকে বলে?
কোন তলে লম্বভাবে প্রযুক্ত বলকে ঘাট বলে।
চাপ কাকে বলে?
একক ক্ষেত্রফলের প্রযুক্ত ঘাত কে চাপ বলে।
SI চাপের একক কি?
N/m²
চাপের CGS একক কি
Dyne/cm²
চাপ কার কার ওপর নির্ভর করে?
প্রযুক্ত বল
ক্ষেত্রফল
প্রবাহীর চাপ কাকে বলে?
কোন প্রবাহীর কোন কিছুতে চাপ বলতে বোঝায় ওই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে প্রবাহী যে পরিমাণে লম্বভাবে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর চাপ বলে
তরলের চাপের প্রকৃতি আলোচনা কর।
তরল সবদিকে সমান চাপ প্রয়োগ করে
তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে
তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভর করে
একই অনুভূমির তলে তরলের সবকিছুতে চাপ সমান হয়।
চাপ মাপার যন্ত্রের নাম কি?
Pressure gauge
তরলের চাপ মাপক যন্ত্রের নাম কি?
ম্যানোমিটার
বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি?
ব্যারোমিটার
সাইফনের সংজ্ঞা দাও।
পাত্রকে নড়াচড়া বা কাত না করে একপাত্র থেকে ওপর পাত্রে কোন তরল স্থানান্তরিত করার জন্য যে ব্যবস্থাপনার প্রয়োগ করা হয় তাকে সাইফন বলে।
ব্যারোমিটারের পা ধীরে ধীরে কমতে থাকলে কি হয়
বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে
ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে কি বোঝা যায়
ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে সুতরাং ঝড় বা ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে
ব্যারোমিটারের পাট ধীরে ধীরে বাড়তে থাকলে কি হয়
আবহাওয়া শুষ্ক পরিষ্কার থাকবে
ব্যারোমিটারের পাট হঠাৎ বেড়ে গেলে কি হয়
বৃষ্টির কোন সম্ভাবনাই থাকবে না
সাইফনের ব্যবহারিক প্রয়োগ লেখ
সাইফনের সাহায্যে বড় ব্যারেলের মধ্যে থাকা পেট্রোল বা ডিজেল কে ছোট পাত্রের স্থানান্তরিত করা হয়
শৌচাগারের স্বয়ংক্রিয় ফ্লাশ
আর্কিমিডিসের নীতি
কোন বস্তুকে কোন তরলে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এই আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়।
প্লবতা বলতে কী বোঝো?
স্থির তরলে কোন বস্তুর আংশিক বা সম্পূর্ণ নিমজ্জনের সময় তরল বস্তুটির উপর এক উর্ধ্বমুখী বল প্রয়োগ করে এই বলকে প্লবতা বলা হয়।
সাম্যবস্থায় ভাষণের শর্ত গুলি উল্লেখ কর।
বস্তুর নিমজ্জিত অংশের ওজন এবং অপ্রত তরলের ওজন সমান হতে হবে।
বস্তুর ভরকেন্দ্র এবং প্লবতা ভরকেন্দ্র একই সরলরেখায় থাকবে।
ঘনত্ব কাকে বলে?
একক আয়তনে বস্তুর ভর কে ঘনত্ব বলে।
SI এ ঘনত্বের একক কি
Kg/m³
CGS পদ্ধতিতে ঘনত্বের একক কি
g/cm³
পৃষ্ঠটান কি?
তরলের ওপরিতলে কল্পিত কোন সরলরেখার সাথে লম্বভাবে তরল তলে স্পর্শক বরাবর যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে।
পৃষ্ঠটানের একক SI তে
N/m
পৃষ্ঠটানের একক CGS তে
Dyne/cm
পৃষ্ঠটান সর্বদা জলের আয়তন কি করতে চায়
কমাতে চাই।
পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি
[MT–²]
সান্দ্রতার সংজ্ঞা দাও
কোন তরলের দুটি স্তরের মধ্যে যদি আপেক্ষিক গতির সৃষ্টি হয় তবে এক স্তর অন্য স্তরের গতির বিরুদ্ধে বাঁধা বল প্রয়োগ করে। এই ধর্মকে সান্দ্রতা বলে।
সাধারণ তাপমাত্রায় জলের পৃষ্ঠটান কত
72 dyne/cm
জলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বাড়ে না কমে?
পৃষ্ঠটান বাড়ে।
জলে জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বাড়ে না কমে?
পৃষ্ঠটান কমে যায়।
সংকট উষ্ণতা কি
তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান হ্রাস পায় এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছলে তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায় একে সংকট উষ্ণতা বলে
তরলের ঘনত্ব ও সান্দ্রতার মধ্যে পার্থক্য লেখ
একক আয়তনে বস্তুর ভর কে ঘনত্ব বলে।
সান্দ্রতা হলো গতিশীল তরলের ধর্ম এর জন্য গতিশীল তরলের বিভিন্ন স্তরের মধ্যে এক ধরনের বাধা কাজ করে
তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরলের ঘনত্বের পরিবর্তন সামান্যই হয়
তুলনামূলকভাবে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সান্দ্রতা খুবই বেশি মাত্রায় পরিবর্তন হয়